Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় তাজুল ইসলাম (৪৭) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

 মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের কুমিল্লা–মিরপুর সড়কের সবুজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজুল ইসলাম উপজেলার শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার মৃত আবদুল গাফফারের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন এবং কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলাম অটোরিকশাযোগে সবুজপাড়া এলাকায় যান। সেখানে পৌঁছে অটোরিকশা থেকে নেমে কুমিল্লা–মিরপুর সড়কের পাশে দাঁড়ানোর সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *