Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কুমিল্লা-৫ আসনের ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারাভ্যান বহরের একটি ভ্রাম্যমাণ গাড়ি উপজেলা সদরের সিএনজি স্টেশন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শন করে। এ সময় নির্বাচন ও গণভোটের তাৎপর্য, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নাগরিক দায়িত্ব বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণপাড়ায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। পুরো কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।

চলচ্চিত্র প্রদর্শনী চলাকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ দেখতে ভিড় করেন। তারা আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রদর্শিত চলচ্চিত্র উপভোগ করেন।

আয়োজকদের আশা, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *