Spread the love

কুমিল্লার ১,২,৩ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলের প্রার্থিতাসহ ১১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কুমিল্লা -১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন, জামায়াতের মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা -২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন এবং কুমিল্লা-০৩ থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করে মনোনয়ন নিশ্চিত করেছে যাচাই বাছাই কমিটি।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল বলেন, ছোট একটি ত্রুটির কারণে আমার প্রার্থীতা প্রাথমিকভাবে বাতিল করেছে। আমরা এটি সমাধান করে আবার আপিল করব।

উল্লেখ্য, কুমিল্লা-০৩ (মুরাদনগর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। আসন্ন নির্বাচনে এই আসনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যের অসঙ্গতি কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হতে পারে। যাচাই-বাছাই শেষে যেসব প্রার্থী বৈধ হিসেবে বিবেচিত হন, তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

এদিকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থী আপিল করার সুযোগ পাবেন।

কুমিল্লার ১১ টি আসনের মধ্যে আজ শুক্রবার ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাকি পাঁচটি আসনের মনোনয়ন আগামীকাল শনিবার যাচাই-বাছাই করা হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *