কুমিল্লার কোটবাড়ি উত্তর চৌমুহনী এলাকায় ভুয়া যাত্রী সেজে চালকদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে আলেখারচর সেনাবাহিনী ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটবাড়ি উত্তর চৌমুহনীর একটি পানির পাম্প ঘর থেকে মো. লিটন মিয়া (পিতা: রোচু মেম্বার) নামের এক ব্যক্তিকে আটক করে। অভিযানকালে তার কাছ থেকে একটি ধারালো ছুরি, ফয়েল পেপার, খালি ফেনসিডিলের বোতল, একটি লাইটার, মোমবাতি এবং একটি কাঁচি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থার জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে।