মানবিক করিডর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা ভারত, পাকিস্তান কিংবা কোনো বিদেশি শক্তির দাস হতে চাই না। মানবিক করিডর ইস্যুতে যেসব প্রশ্ন উঠেছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট জবাব দিতে হবে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কাঠামোতে যেসব ব্যক্তি জড়িত, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার উদ্যোগ নিতে হবে।” ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “কোনো তদবির বা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো যাবে না।” আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে হাসনাত বলেন, “আমাদের যে ঐক্য গড়ে উঠেছে, তা নষ্ট হলে পতিত শক্তিগুলো লাভবান হবে। তাই জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি কুমিল্লার রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে সব রাজনৈতিক দলকে একত্রে কাজ করতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই অন্তর্বর্তী সরকারের অধীনেই ‘কুমিল্লা বিভাগ’ গঠিত হবে, ইনশাল্লাহ।” সবশেষে তিনি বলেন, “হাসিনা ও তাঁর পিতার রাত-দিনের দুঃস্বপ্ন ছিল কুমিল্লা। তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে কুমিল্লাকে একটি আলাদা রাষ্ট্র বানিয়ে দেবে।”

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *