বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় বাঙ্গরা গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটির মহাব্যবস্থাপক ব্রিটিশ নাগরিক এডউইন জর্জ বোলসকে ৪০ হাজার অর্থদণ্ড দিয়েছেন শ্রম আদালত। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে চিহ্নিত সমস্যা সমাধানের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ মে) সকাল ১১টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়েরকৃত মামলার ভিত্তিতে শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান এই রায় ঘোষণা করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুমিল্লার শ্রম পরিদর্শক গোলাম খাজা মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রম আদালত সূত্র জানায়, তাল্লো বাংলাদেশ লিমিটেড (ত্রিশ এনার্জি গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান) বাঙ্গরা গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে অনিয়ম করে আসছে। তার মধ্যে অন্যতম অসামঞ্জস্য বেতন বৃদ্ধি, স্বজনপ্রীতি, শ্রমিকদের ৫ শতাংশ মুনাফায় অংশগ্রহণ তহবিল বিতরণ না করা। ২০২৪ সালের ৬ মে অভিযোগ অনুসন্ধানে গিয়ে কুমিল্লা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বাঙ্গরা গ্যাস ফিল্ডে সরেজমিন গিয়ে এর সত্যতা পান। পরে এই সমস্যা সমাধানে জন্য প্রতিষ্ঠানটিকে সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়। এরপর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে একে একে চারবার তাদের তাগিদপত্র দেওয়া হলেও কম্পানি বেআইনি কার্যক্রম অব্যাহত রাখে। ফলে বাধ্য হয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুমিল্লার শ্রম পরিদর্শক গোলাম খাজা মো. মঈন উদ্দিন গত ১১ মার্চ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুমোদিত চাকরি বিধি, ১০ বছরের ঊর্ধ্বে গ্রাচুইটির সঠিক হিসাব, আইনানুগ ট্রাস্টি বোর্ড গঠন এবং অসামঞ্জস্যপূর্ণ কর্ম ঘণ্টার অভিযোগে শ্রম আদালতে মামলা করেন। গত ৩০ এপ্রিল মামলার প্রথম শুনানি তারিখ ধার্য থাকলেও কম্পানির মহাব্যবস্থাপক মি. এডউইন বোলস শুনানিতে হাজির হননি। পরে ২১ মে শ্রম আদালত মামলাটির দ্বিতীয় শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়।