Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ঔষধের দোকানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, অনুমোদনহীন ঔষধ বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ঔষধ বিক্রির অভিযোগে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় হাজী মেডিকেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই আইনের ধারায় বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাকা, হরিপদ হোমিওপ্যাথিক হলকে ৩ হাজার টাকা, সততা মেডিকেলকে ৪ হাজার টাকা, নিউ ফার্মেসিকে ৩ হাজার টাকা, তানভীর এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং লাইফ কেয়ার ফার্মাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরও কয়েকটি মেডিকেল হলকে সতর্ক করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন বলেন, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে জনস্বার্থ রক্ষায় ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অভিযানে কুমিল্লা ঔষধ অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা এবং বুড়িচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *