কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় রেললাইনের পাশ থেকে রুবেল হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। নিহত রুবেল নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ঝন্টু মিয়ার ছেলে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন জানান, স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু এলাকা রেলওয়ে পুলিশের অধীন, তাই আনুষ্ঠানিক উদ্ধার কার্যক্রম তাদের মাধ্যমে সম্পন্ন হয়।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিহতের কাছে একটি দামি মোবাইল ফোন ছিল। তাদের ধারণা, মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া জানান, নিহত রুবেল একজন প্রবাসী ছিলেন এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন তিনি। পাশাপাশি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
