Spread the love

কুমিল্লা জেলার রসুলপুর রেলওয়ে ষ্টেশন থেকে দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি । কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি যৌথ অভিযান পরিচালনা করে । গত ৩১ ডিসেম্বর রাত সাতটায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের উপস্থিতিতে ব্যাটালিয়নের এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
উক্ত টাস্কফোর্স গতরাত সাড়ে সাতটায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাউল এবং ফুচকা মালিক বিহীন অবস্থায় আটক করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, আটককৃত চোরাচালানী মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চোরাচালান বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে ।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *