কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর সানোয়ার জাহান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন এবং বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। পরে সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা পাঠ, সংগীত ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
