নতুন বছরের শুরুতেই কুমিল্লার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ১০টা থেকে কুমিল্লা জেলার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম শুরু করেন শিক্ষকরা। এসময় নতুন বছরের বিভিন্ন বিষয়ের বই প্রদান করা হয়।এদিকে নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছস্বিত শিক্ষার্থীরা। বছরের প্রথমদিনে সম্পূর্ণ বই পেয়ে শিক্ষার্থীরা খুশি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত ছিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
বুধ থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ময়নামতি রুফিয়া খাতুন স্কুল এন্ড কলেজ এর পরিচালক ও প্রধান শিক্ষক ইয়াছিন মোঃ নাঈমুল হক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। যার ফলশ্রুতিতে নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা সম্ভব হয়নি। তারপরেও বছরের প্রথম দিনেই সকালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই দিতে পেরে আনন্দিত, তার পাশাপাশি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে বলা হয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এ পাঠ্যপুস্তক বিতরণকালে সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করতে হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবার মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি। শতভাগ বই ছাপা, বাঁধাই, কাটিংয়ের কাজ শেষে বিতরণে জন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের কাজ চলমান। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবমের মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে ৬৬ শতাংশ বই উপজেলার পর্যায়ে পাঠানো হয়েছে
