বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠাণ দারুস সালাম মাদানীয়া মাদরাসায় শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ উপলক্ষে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে
১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় দারুস সালাম মাদানীয়া মাদরাসার অফিস কক্ষে এই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। দারুস সালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ক্বারী মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও মাদরাসার পরিচালক কাজী খোরশেদ আলম।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ক্বারী মোঃ জসিম উদ্দিন এর পরিচালনায় বই উৎসবে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, মাওলানা মোঃ জাকির হোসেন, মাওলানা ক্বারী মোঃ আবদুর রশিদ, মাওলানা মোঃ মেহেদী হাসান, মোঃ জসিম উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।
নতুন বছরের বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দিপনা ও আনন্দের সাথে বাড়িতে ফিরে যায়।
