Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কৃতি শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। নিজের সন্তানকে স্বাধীনভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। তিনি বলেন, *“সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করবেন না, মত প্রকাশের সুযোগ দিন। যদি সন্তান বাবা-মায়ের কাছে নিজের কথা বলতে না পারে, তবে সে বাইরে অন্য জায়গায় স্বাচ্ছন্দ বোধ করবে এবং খারাপ পথে যেতে পারে।” তিনি আরও বলেন,“শিক্ষকরা কেবল পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন। ভালো শিক্ষকই একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান ও মানসম্মত শিক্ষার্থী তৈরি করতে পারেন।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের অভিভাবক সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞার সভাপতিত্বে ও প্রভাষক সুজিত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান এবং বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঞা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নূর মোহাম্মদ মিয়াজী এবং গীতা পাঠ করেন ঝিলিক দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ ভূঞা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফাকাত তাইয়্যেবা নূছরাত, শিক্ষকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক মোঃ ছাইদুল ইসলাম এবং গভর্নিং বডির পক্ষে বিদ্যোৎসাহী সদস্য ও এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ নজরুল ইসলাম রুবেল, বিদ্যোৎসাহী সদস্য ও ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *