মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের পর পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দীর্ঘ ৯ বছর পর আবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া আব্বাস আফ্রিদি করেন ২২ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন। আর মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে রেকর্ড গড়েন। ১২০ বলে ১১১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই তানজিদ হাসান তামিম ও পরের ওভারে লিটন দাস আউট হয়ে ফেরেন, দুজনেই ৪ বলে ১ রান করে আউট হন। তবে বিপর্যয়ের মধ্যেই ব্যাট হাতে দৃঢ়তা দেখান তাওহিদ হৃদয় ও ওপেনার পারভেজ হোসেন ইমন। তারা গড়েন ৬২ বলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। তাওহিদ হৃদয় আউট হন ৩৭ বলে ৩৬ রান করে। কিন্তু ইনিংসের একপ্রান্ত ধরে রেখে পারভেজ হোসেন ইমন খেলেন ৩৯ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস, যাতে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন পারভেজ ইমন। ২৮ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। উল্লেখ্য, এই জয়ের আগে সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।