চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়নের মুকুট ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ। শুক্রবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লারই আরেক বলী রাশেদকে পরাজিত করে শিরোপা জেতেন তিনি। এর আগে বিকেল ৪টায় লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের আসর। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১২০ জন বলী এতে অংশ নেন। বলীখেলার এবারের আসরে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ উদ্বোধনী বক্তব্য দেন।