মাদকমুক্ত ও সুস্থ দেশ গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের পাল্টি রাজাপুর ও পূর্ব খোদাইধূলি যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত ডাবল এলইডি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে তরুণরা মাদকসহ খারাপ পথ থেকে দূরে থাকতে পারে। সুস্থ ও সংস্কৃতিমনা সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য। শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। এই খেলাগুলো থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি সম্ভব।”
তিনি আরও বলেন, “কুমিল্লা-৫ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে উন্নত করার লক্ষ্য নিয়েই কাজ করছেন। যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমিও তার সঙ্গে সার্বিকভাবে কাজ করে যাব।”
বিশিষ্ট সমাজসেবক মোঃ দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সদস্য স্বপন সাহা, ২নং বাকশীমুল ইউনিয়ন বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ, কৃষকদলের সাধারণ সম্পাদক রিয়াজ সেলিম, যুবদল নেতা মোঃ ধনু মিয়া, মাইকেল হান্নান, জামাল হোসেন, বাদশা মিয়া, মোঃ সবুজ, বাবুল হোসেন, আবুল কাসেমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন। হাজী মকবুল আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১-০ গোলে জামতলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আজ্ঞাপুর একাদশ।
