“ক্রীড়াই তারুণ্য, ক্রীড়াই শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ হরিপুরে অনুষ্ঠিত হয়েছে চাঁদের আলো চ্যাম্পিয়নস লীগ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ।খবর তালাশ বাংলা। (৯ নভেম্বর) রবিবার রাতে দক্ষিণ হরিপুর বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন মাঠে ইতালি প্রবাসী রুবেলের উদ্যোগে আয়োজিত হয় এ “ফ্রিজ কাপ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট”। ম্যাচে মুখোমুখি হয় ঢাকা একাদশ ও অ্যাডভান্সার একাদশ। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ এবং প্রধান মেহমান ছিলেন বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম খান লিটন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ হারুন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম, বাকশীমূল ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা মোঃ মনির হোসেন, মোঃ কাউসার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ, ফয়সাল আহমেদ, ইউনিয়ন ছাত্রদল নেতা নাছির উদ্দিন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সভাপতি নাজমুল হাসান হাসিব, উপজেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার হৃদয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।খেলায় ঢাকা একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে অ্যাডভান্সার একাদশ।
প্রধান অতিথি ও চেয়ারম্যান প্রার্থী এনামুল হক সবুজ তার বক্তব্যে বলেন,“শিক্ষার পাশাপাশি শিশুদের প্রয়োজন সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবন। আর এ জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম।”
তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠের অভাব রয়েছে, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শারীরিক বিকাশে বড় বাধা। তিনি খেলাধুলা চর্চার সুযোগ বাড়ানোর আহ্বান জানান। পরিশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কুমিল্লা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনের জন্য দোয়া কামনা করেন।
