কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে মোট ১৭০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে। অভিযানে জড়িত ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রথম অভিযান:(২১ মে) বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লার সদর ইউনিয়নের আমড়াতলী শিমপুর মীরবাড়ী এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ নিম্নোক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে: ১। সৈয়দ রাব্বি (৩১),পিতা: সৈয়দ রহমান, মাতা: পারুল আক্তার,গ্রাম: শিমপুর (মীর বাড়ী), ০১নং ওয়ার্ড, ০৪নং আমড়াতলী ইউনিয়ন, থানা: কোতয়ালী মডেল, জেলা: কুমিল্লা ২। মোঃ খোরশেদ আলম (৫০),পিতা: মৃত ফরিদ মিয়া, মাতা: ফারিজা খাতুন,গ্রাম: কোদালিয়া, ০২নং ওয়ার্ড, ০২নং বাকশিমুল ইউনিয়ন, থানা: বুড়িচং, জেলা: কুমিল্লা।এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা নং-৫৪, তারিখ: ২১ মে ২০২৫, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। দ্বিতীয় অভিযান: একই দিনে পাঁচথুবী ইউনিয়নের কাপ্তান বাজার এলাকায় একটি প্রাইভেটকারে করে গাঁজা পাচারকালে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ নিম্নোক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়: ১। মোঃ সবুজ হোসেন (২৫),পিতা: আবুল হোসেন, মাতা: মঞ্জুমা বেগম,গ্রাম: কাকৈরতলা, পোঃ: একবাড়িয়া, থানা: বরুড়া, জেলা: কুমিল্লা ২। মোসা: মায়া আক্তার (২৬),স্বামী: মোঃ আল আমিন, পিতা: মোঃ ফরিদ মিয়া, মাতা: বকুল বেগম,গ্রাম: উত্তর তেতাভূঁমি (রজব আলী সর্দার বাড়ী), শশীদল ইউনিয়ন, থানা: ব্রাহ্মণপাড়া, জেলা: কুমিল্লা। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা নং-৫৩, তারিখ: ২১ মে ২০২৫, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার বক্তব্য: গোয়েন্দা শাখার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদকবিরোধী কার্যক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কুমিল্লাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর।