কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়নে মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠিত ইউনিয়নগুলো হলো: মোকাম, পীরযাত্রাপুর, ষোলনল, বাকশীমূল, বুড়িচং সদর ও রাজাপুর। বাকশীমূল ইউনিয়নের সম্মেলন কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান সদস্য অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম সদস্য মো.সিরাজুল ইসলাম মিলন সদস্য সচিব হাজী মো.কবির হোসেন যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির বাবুল,মো. মিজানুর রহমান সদস্য মো. আসাদুজ্জামান মনির অ্যাডভোকেট মো. এরশাদুল হক আবু ইউসুফ তুহিন, আহমেদ ও আনোয়ার হোসেন প্রমুখ সভাপতিত্ব করেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান বাবুল মাস্টার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, আব্দুর রহিম, মুক্তার হোসাইন মিন্টু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সবুজ, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আমির হোসেন বাদল, উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ও উপজেলা নেতাদের সঙ্গে সমন্বয় করে কণ্ঠভোটের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত ব্যক্তিরা হচ্ছেন:পীরযাত্রাপুর ইউনিয়ন: সভাপতি – অধ্যাপক মো. কামরুল হাসান নাসিম, সাধারণ সম্পাদক – ডা. মো. নওশের আহমেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক – মো. খোকন ভূঁইয়া মেম্বার। বাকশীমূল ইউনিয়ন: সভাপতি – মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক – মো. এমদাদুল হক পলাশ। ষোলনল ইউনিয়ন: সভাপতি – মো. সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক – মো. আবুল কাসেম। রাজাপুর ইউনিয়ন: সভাপতি – মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক – গাজী মো. মনিরুল ইসলাম। বুড়িচং সদর ইউনিয়ন: সভাপতি – মো. ফরিদ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক – আব্দুল লতিফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক – মো. মুমিনুল ইসলাম। মোকাম ইউনিয়ন বিএনপির কমিটি আংশিক ঘোষণা এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব জানান,মোকাম ইউনিয়নের কমিটি আংশিক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানতে উপজেলা আহ্বায়ক হাজী এটিএম মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
