বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন নিয়ে তাঁর অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত। আজ বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সরাসরি এবং ঢাকার বাইরে থাকা কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। তিনি সকল সেনাসদস্যকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে। দীর্ঘমেয়াদি মোতায়েন জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করতে পারে বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধান চলমান পরিস্থিতিতে বাহিনীর ওপর চাপ এবং কিছু মহলের বিদ্বেষমূলক আচরণের প্রসঙ্গ টেনে বলেন, বাহিনীকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। দেশীয় ও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে তিনি কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান। মানবিক করিডর বিষয়ে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিতে হবে এবং এই বিষয়টি রোহিঙ্গা প্রত্যাবাসনের সঙ্গে যুক্ত করা উচিত। তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। চট্টগ্রাম বন্দর ইস্যুতে সেনাপ্রধান বলেন, স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং তা কেবল রাজনৈতিক সরকারের মাধ্যমেই হওয়া সম্ভব। সংস্কার ও জাতিসংঘের রিপোর্ট সংক্রান্ত বিষয়ে তিনি জানান, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা হয়নি।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *