কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় গোমতী নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে নাইম (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে জগন্নাথপুর এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে আসে নাইম। খেলা শেষে দুপুরের দিকে গোমতী নদীতে গোসল করতে নামলে স্রোতে তলিয়ে যায় সে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল ৩টার দিকে টিক্কাচর ব্রিজ এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাইম গেলো রমজান মাসে কোরআনের হাফেজ হয়েছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, স্বজন এবং এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম। ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ অপর শিশুর সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।