কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৫ মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জানগর গ্রামে মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে মা-মেয়ে—ইসরাত জাহান (১৯) ও তাসলিমা আক্তার (৩৭)—কে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামের নেতৃত্বে, ছত্তরখীল ফাঁড়ির ইনচার্জ মমিরুল হক ও এএসআই ফয়েজ আহমেদের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় মোতালেবের ঘরে লুকিয়ে রাখা ১০টি বড় বস্তায় ভর্তি মোট ৫ মণ গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ নামে তিনজন পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুমিল্লায় একদিনে মাদকের সবচেয়ে বড় চালান আটকের এটি একটি রেকর্ড ঘটনা।