কুমিল্লা নগরীর পূবালী চত্বরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা সময় টিভির সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলার ঘটনা ঘটেছে। কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বাহার রায়হানের ডান পায়ে তিনটি সেলাই লেগেছে এবং তার পায়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত সাংবাদিক বাহার রায়হান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন অনুষ্ঠান চলাকালে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। ওই বিক্ষোভ মিছিলের ছবি ও ফুটেজ সংগ্রহের সময় একদল দুর্বৃত্ত তার উপর আকস্মিক হামলা চালায়। হামলার সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের পরিচয় সম্পর্কে বাহার রায়হান জানান, তিনি তাদের চিনতে পারেননি, তবে তারা পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মী অথবা আওয়ামী লীগের কিছু লোক হতে পারে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।