কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদলের এক নেতা ইয়াবা ট্যাবলেটসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
আটক ব্যক্তি হলেন আর্মি জাকির হোসেন (৫৬)। তিনি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক এবং সাবেক সেনাসদস্য। এলাকায় তিনি ‘আর্মি জাকির’ নামে পরিচিত।
আটকের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান তালাশ বাংলাকে জানান, গত ৬ জানুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে। ডিবির এসআই পাবেল মিয়ার নেতৃত্বে দেবিদ্বার থানাধীন বড়শালঘর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফিরোজাবাদ (সংচাইল) এলাকায় মেসার্স ডিপ ট্রেডিং ফিলিং স্টেশনের সামনে সিলেট–কুমিল্লা মহাসড়কের পাকা রাস্তায় একটি নম্বরবিহীন কালো রঙের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী আর্মি জাকির হোসেনের কাছ থেকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তিনি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর বাদির বাড়ি এলাকার মৃত সাম মিয়ার ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান তালাশ বাংলাকে আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
