Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সালদা সড়কের বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শংকুচাইল এলাকা থেকে একটি সিএনজি কুমিল্লার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান এবং মোটরসাইকেলের চালকসহ দু’জন গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সিএনজি চালকের নাম মো. আনোয়ার হোসেন ওরফে কালা মিয়া (৪৫)। তিনি কুমিল্লা সদর উপজেলার আমড়তলী উত্তরপাড়া এলাকার মৃত জাহের মিয়ার ছেলে।
খবর পেয়ে বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সিএনজি ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়।
স্থানীয় সিএনজি চালক মোজাম্মেল হোসেন বলেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণেই এসব দুর্ঘটনা বাড়ছে। কালা মিয়া একজন ভালো মানুষ ছিলেন।
নিহতের বোন জামাই রফিকুল ইসলাম জানান, কালা মিয়া খুবই দরিদ্র ছিলেন। তার আয়ের ওপরই পুরো পরিবার নির্ভরশীল ছিল।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান তালাশ বাংলাকে বলেন, দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *