Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের নিলক্ষী বিষ্ণপুর (দাশপাড়া) এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর ১৫ ধারায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে চৌদ্দগ্রাম পৌরসভার একটি টিম ও চৌদ্দগ্রাম থানার একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

প্রশাসন সূত্র জানায়, আবাদযোগ্য কৃষিজমি রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *