Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ফকির বাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শায়েখ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদরী,মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করেন চাঁদপুর হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের শায়েখ আল্লামা সাইয়্যিদ মাখদুম শাহ আল মাদানী।উক্ত মাহফিলে হাজী আব্দুল কাদের (কাঞ্চনপুর) এর সভাপতিত্বে এবং আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে আরও ওয়া করেন মুফতি কাজী আবদুর রশিদ জামী, মাওলানা মুফতি কাজী মোস্তাফিজুর রহমান বাশারী, হাফেজ মাওলানা গোলাম মোঃ কাউছার সুন্নি আল ক্বাদরী ও হাফেজ মাওলানা আলী আজগর আলী ক্বাদরী। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং উপজেলা যুবদলের নেতা মোঃ বিল্লাল হোসেন,বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও তালাশ বাংলার সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়,বুড়িচং প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক মোঃ শরীফুল ইসলাম সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাহফিল শেষে আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার ৬ জন কোরআনের হাফেজকে আনুষ্ঠানিক ভাবে পাগড়ী প্রদান করা হয়। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *