Spread the love

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় জুনাইদ হোসেন (২২) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে এবং তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা আলিয়া মাদরাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর এলাকায় কুমিল্লাগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুনাইদ হোসেন নিহত হন। এ সময় সিএনজি চালকও গুরুতর আহত হন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান রাত সোয়া ৯টার দিকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *