কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এতে তিনটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও প্রায় ছয় হাজার ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে তরু হাজী নামে একজন মাটি ব্যবসায়িকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে চান্দলা ইউনিয়নের চারিপাড়া ও বড়ধুশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। অভিযানে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল, উপসহকারী ভূমি কর্মকর্তা দিদারুল আলম এবং আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি রক্ষায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। সংবাদ পেয়ে প্রশাসন অভিযানে নেমে তিনটি ড্রেজার মেশিন, পাইপসহ বিভিন্ন উপকরণ নষ্ট করে দেয়। একই সঙ্গে মাটি বিক্রির অপরাধে তরু হাজীকে ১ লাখ টাকা জরিমানা এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার শর্তে মুচলেকা গ্রহণ করা হয়।
ইউএনও মাহমুদা জাহান বলেন, “কৃষিজমি নষ্ট করে মাটি উত্তোলন ও বিক্রি করা আইনত দণ্ডনীয়। অভিযানে তিনটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হবে।তিনি আরও জানান, অবৈধ খনন ও মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
