কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে নাছিমা আক্তার (৬৯) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাছিমা আক্তার উপজেলার দুলালপুর (পশ্চিমপাড়া) গ্রামের কালা হাজী বাড়ির বাসিন্দা ও আব্দুল মালেকের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির আঙিনায় মাটির পাতিলে আগুন পোহানোর সময় অসাবধানতায় তার শরীরে আগুন ধরে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।নিহতের স্বামী আব্দুল মালেক বলেন, এটি একটি নিছক দুর্ঘটনা। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম তালাশ বাংলাকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছে।
