বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভেঙেছেন ‘আমজনতার দলে’র সদস্য সচিব মো. তারেক রহমান। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে তারেককে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। পরে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি তার দল ন্যায়বিচার পাবে। তারা আবারও ইসিতে আবেদন করবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন।
