কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়ে সামিরা আজিম দোলাসহ আহত ১৫ জন।রোববার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে ও মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার সমর্থক এবং বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও ঘোষিত প্রার্থী মো. আবুল কালামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদলসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সামিরা আজিম দোলা অভিযোগ করে বলেন, আমার গণসংযোগে যাওয়ার পথে আবুল কালামের অনুসারীরা অতর্কিত হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে এবং আমাদের নেতা-কর্মীদের আহত করে। আবুল কালাম পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের কোনো কর্মসূচি ছিল না। বরং তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে। এটি নির্বাচনী ষড়যন্ত্রের অংশ। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, “সংঘর্ষের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
