নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী ফোরাম (ইনক)-এর উদ্যোগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সময় ১৮ অক্টোবর (শনিবার) রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এক ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত অতিথিকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, “সব দিক থেকেই মোশাররফ হোসেন খান চৌধুরী আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম। এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। তার হাত ধরেই প্রায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।” তারা আরও বলেন, “তিনি মানবতার এক ফেরিওয়ালা। তার কাজগুলো সমাজে অনুপ্রেরণা হয়ে থাকবে এবং মানুষ চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইনক-এর নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের পক্ষ থেকে মোশাররফ হোসেন খান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
