Spread the love

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ নেতৃবৃন্দের উপর ডিম ছোড়া এবং হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে (২৭ সেপ্টেম্বর) শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দলটি। এনসিপির বুড়িচং উপজেলা যুগ্ম সমন্বয়কারী ও জুলাই যোদ্ধা মোঃ সোহেল রানার নেতৃত্বে বুড়িচং প্রেস ক্লাব থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল সদরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে একই স্থানে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে কেন্দ্রীয় সংগঠক আমির হামজা মাসুম, কুমিল্লা জেলা জুলাই যোদ্ধা ও এনসিপি সদস্য শরীফ হাসান, উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ রুবেল ও সদস্য মেহেদী হাসান অপু, সদস্য আকাশসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় রিদয়, সুমন, মোঃ নাইম, ফুয়াদ, সিফাত, রাকিব, আরাফাত, সৈকত, জিসান, জীবন, ইয়াসিন, নাদীউল, নাহিদ প্রমুখ অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মনবন্ধনে বক্তারা অভিযোগ করেন, অথচ রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে। তারা বলেন, “প্রশাসনের ভিতরের কিছু অসাধু অংশের ছায়াতেই এসব হামলা সংঘটিত হচ্ছে। সাধারণ আদালতে করা মামলাগুলোতে জামিন দেওয়া হচ্ছে; জামিনে আসা অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের হুমকি দিচ্ছে।”

এনসিপি নেতারা এ ঘটনার বিচার দাবি করে বলেন, “দেশের ভেতরেই ছোট-বড় স্তরে যে সহিংসতা ও উসকানিমূলক কার্যকলাপ দেখা যায়, তা এখন দেশের বাইরেও প্রতিফলিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো সরকারের দায়িত্ব। সরকারের সর্বস্তরে থাকা ফ্যাসিবাদী ও উসকানিদাতারা এখনও অব্যাহত থাকলে পরিস্থিতি স্বাভাবিক হবে না—তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনা জরুরি।”

মানববন্ধনে আরও দাবি করা হয়, রাজনৈতিক নিপীড়ন ও হিংসাত্মক আচরণ বন্ধের জন্য স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। বিক্ষোভ ও মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সম্পূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *