Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষে বুড়িচংয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় বুড়িচং উপজেলা কমপ্লেক্স মসজিদের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বসুন্ধরা চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক মোঃ আবদুল মতিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট মোঃ মোবারক হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসেন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুল আউয়াল, সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী, মোঃ কবির হোসেন, জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুল আউয়াল, শ্রমিক কল্যান জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, পৌর মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ রবিউল আলম, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবু তাহের,পৌর সভার আমির মেঃ তাজুল ইসলাম,বায়তুল মাল সম্পাদক মোঃ আবুল কাশেম মাস্টার, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান, সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন,জামায়াতে ইসলামীর পীরযাত্রাপুর ইউনিয়েনর আমীর মোঃ মমিনুল হক,রাজাপুর ইউনিয়েনর আমীর মাওলানা ইসমাইল হোসেন, বাকশীমূল ইউনিয়ন আমীর আবদুর রউফ,ষোলনল ইউনিয়ন আমীর সার্জেন্ট হাবিবুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *