Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মোটিভেশনাল প্রোগ্রাম। শিক্ষার্থীদের জীবনযাপন, শিক্ষাভাবনা ও জ্ঞান উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচি চলে দুই ঘণ্টাব্যাপী। (১৫ সেপ্টেম্বর) সোমবার কুমিল্লার ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ষোলনল ইউনিয়নের ভবানীপুর গ্রামের কৃতীসন্তান ও ফেনী গার্লস ক্যাডেট কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ক্যাডেট ফাতেমা বিনতে হাসান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে কীভাবে পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করা যায়, সে বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

মূখ্য আলোচক হিসেবে ছিলেন তাঁরই বাবা, ভবানীপুর গ্রামের আরেক কৃতীসন্তান, কবি, লেখক ও আইসিটি প্রশিক্ষক রানা হাসান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, শিক্ষাভাবনা, জীবনযাপন পদ্ধতি এবং সফল জীবন গঠনের পথনির্দেশনা দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক ও সাংবাদিক মোসলেহ উদ্দিন। শিক্ষার্থীরা এ ধরনের ব্যতিক্রমী আয়োজন দারুণভাবে উপভোগ করেছে এবং এতে অনুপ্রাণিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এনামুল হক। বিদ্যালয়ের পরিচালক মোসলেহ্ উদ্দিন তালাশ বাংলাকে জানান, “এ ধরনের কার্যক্রম আমাদের স্কুলে নিয়মিত আয়োজন করা হবে। ইনশাআল্লাহ, ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাইস্কুল শিক্ষার্থীদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ভূমিকা রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *