Spread the love

‎রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং,ছিনতাই,চাঁদাবাজি চক্রের সাথে আঁতাতের অভিযোগে ওসির অপসারণ চেয়ে মোহাম্মদপুর থানার সামনে গত শুক্রবার (২৫ জুলাই) বিক্ষোভ কর্মসূচি করে স্থানীয় ছাত্র-জনতা। ওসি’র বিরুদ্ধে করা এমন বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদ জানিয়ে আজ (সোমবার) ওসির পক্ষে মানববন্ধন করেছে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও স্থানীয় কিশোর গ‍্যাং চক্রের সদস্যরা। ‎ ‎সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় টাউন হল জান্নাত হোটেলের সামনে এই মানববন্ধন করা হয়। ‎ ‎জানা যায়, ছিনতাই,চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর সাথে ওসির আঁতাত আছে এমন অভিযোগ নিয়ে স্থানীয় ছাত্র জনতা ওসির অপসারন চেয়ে গতো শুক্রবার (২৫ জুলাই) থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সে ঘটনার পর নতুন করে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েব করে মামলা বানিজ্যের অভিযোগের ঘটনা ঘিরে নতুন করে সৃষ্টি হয়েছে রীতিমতো চাঞ্চল্য। প্রায় ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার হলেও মামলা না হওয়ায় থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে যুগান্তরসহ বেশ কয়েকটি গনমাধ্যমে সংবাদ প্রচারের পর আজ সোমবার (২৮ জুলাই) মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যরা ওসির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে এ থানা থেকে ওসিকে অপসারন না করার জন্য মানবন্ধন করেছে জেনেভা ক্যাম্পের ব্যবসায়ী ও স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা।‎ মানববন্ধনে উপস্থিত ছিলো যারা: ‎ইকবাল ওরফে কসাই ইকবাল জেনেভা ক্যাম্পের ৬/২৪ রোডে একটি মাদক স্পট পরিচালনা করে। আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী বিল্লাল এর আপন বড় ভাই। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মাদক মামলা আছে। তিনিও মানবন্ধনে উপস্থিত ছিলেন। পাশাপাশি,আরও উপস্থিত ছিলেন মমতাজ আশরাফী নামে একজন। যিনি জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল এর ছোট ভাই কাল্লুর আপন চাচা শ্বশুর। অভিযোগ রয়েছে, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল এর সকল মাদক ব্যবসা তিনি দেখভাল করেন। জেনেভা ক্যাম্পের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এর শালা খোকন উপস্থিত ছিলো। সে জেনেভা ক্যাম্পের পাশে গজনবী রোডে লাকড়ীর দোকানের পাশে ইয়াবা,হিরোইন,গাঁজা (মাদক) এর স্পট পরিচালনা করে। আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী ইরফান ওরফে চারকু ইরফান। সে জেনেভা ক্যাম্পের ৮ নম্বর সেক্টরের শীর্ষ মাদক ব্যবসায়ী। এছাড়াও, মানববন্ধনে উপস্থিত ছিলো রুবেল ওরফে ইয়াবা রুবেল। সে ২ নম্বর সেক্টরের মাদক ব্যবসায়ী। পুরুষ মাদক ব্যবসায়ীদের পাশাপাশি মহিলা মাদক ব্যবসায়ীরাও এ মানববন্ধনে যোগ দিয়েছে। জেনেভা ক্যাম্পের এক সময়ের শীর্ষ মাদক ব্যবসায়ী পঁচিশ এর খালা শ্বাশুড়ি ও ১ নম্বর সেক্টরের মাদক ব্যবসায়ী সুমন এর মা সকিনা। যে মুখে মাক্স পরে মানববন্ধনে মহিলাদের নেতৃত্ব দিয়েছে। ২ নম্বর সেক্টরে চুয়া সেলিমের আরেক মাদক ব্যবসায়ী বেচু ওরফে ল্যাংড়া বেচু সহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী মোহাম্মদপুর থানা ওসির পক্ষে মান‎ববন্ধনে করেছে। যোগ দিয়েছে কিশোর গ্যাং: ‎মোহাম্মদপুরের ভয়ঙ্কর শীর্ষ কিশোর গ্যাং ‘কবজি কাটা গ্রুপ’ আনোয়ার এর অন্যতম সহযোগী নবোদয় এলাকার রাকিব ওরফে হাত ভাঙ্গা রাকিব। সে নবোদয় এলাকায় শীর্ষ কিশোর গ্যাং লিডার এলেক্স সুমনের ছোট ভাই। তার সাথে কবজি কাটা গ্রুপের সদস্য ফাহাদ ও নীরব নামে দুই কিশোর গ্যাং সদস্য মানবন্ধনে যোগ দিয়েছে। ‎ ‎মানববন্ধনে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল এর আপন ছোট ভাই কাল্লু’র চাচা শ্বশুর মমতাজ আশরাফী বলেন, আমরা ওসি সাহেবের বিরুদ্ধে করা অপ্রপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি। পুলিশ আসলে জনগনের বন্ধু। তাকে শত্রু ভাবা যাবেনা। তাদের কাজ কর্মে যদি কোন ত্রুটি হয়,সেটা ওনারা তদন্ত করবে। জনগন পুলিশের ব্যাপারে বানোয়াট কিছু করবে সেটা মেনে নেওয়া যাবে না। ওসি স্যার আমাদের জন্য অনেক কিছু করেছে। পুলিশকে আমাদের শত্রু ভাবা যাবে না। ওনাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহন করতে হবে। ২ নম্বর সেক্টরে চুয়া সেলিমের মাদক ব্যবসায়ী বেচু ওরফে ল্যাংড়া বেচু বলেন, আমরা ওসি সাহেবের পক্ষে এখানে দাঁড়িয়েছি। ওসি স্যার ভালো লোক। আমরা সব সময় এ থানায় ওসি স্যার কে চাই। এছাড়াও, মোহাম্মদপুর এলাকার ভয়ঙ্কর শীর্ষ কিশোর গ্যাং “কবজি কাটা” গ্রুপের অন্যতম সদস্য রাকিব ওরফে হাতভাঙ্গা রাকিব বলেন, আমরা ওসি স্যারের পক্ষে দাঁড়িয়েছি। আমরা চাই ওসি স্যার সবসময় এ থানায় থাকুক। আরেক কিশোর গ্যাং সদস্য ফাহাদ বলেন, আমরা চাই ওসি স্যার সব সময় এ থানায় থাকবে। তিনি আমাদের পাশে সব সময় থাকবে।
সূত্র: বার্তা২৪.কম

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *