বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠন।(বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার পূবালী চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিক রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক কাউন্সিলর খলিলুর রহমানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা অভিযোগ করে বলেন, তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সরকারের এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।