রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মাহতাব রহমান। সে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। আজ বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে মাহতাবের মৃত্যু হয় বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। ইংরেজি মাধ্যমের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহতাব কুমিল্লার দেবিদ্বার উপজেলার মিনহাজুর রহমানের একমাত্র ছেলে। সে উত্তরায় পরিবারের সঙ্গে থাকত। মাহতাব জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরেক জনের মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে ৩০ হলো।