কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক স্হানে মোঃ আনাস(২) নামে এক শিশু পানিতে ডুবে ও মোঃ ইব্রাহিম (১১) নামে এক শিশু গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা মোহনপুরে খেলতে গিয়ে (চারুর বাড়ীর) ধরেরা পুকুরে ডুবে মোঃ আনাস (২) এর মৃত্যু হয়। সে উপজেলার মোহনপুর গ্রামের রাকিব হোসেনের একমাত্র পুত্র।অপর ঘটনায় উপজেলার নবিয়াবাদে দুপুরে সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে মোঃ ইব্রাহিম (১১) পানিতে ডুবে মৃত্যু হয়। সে নবিয়াবাদের (উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ভূইয়া বাড়ির) মোঃ কাউছার আহমেদ বড় এর পুত্র। স্হানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু আনাস(২) হঠাৎ বাড়ির লোকজনের লোকচক্ষুর আড়ালে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। পরে স্হানীয় তাকে দেখতে পেয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে ইব্রাহিম (১১) স্হানীয় নবিয়াবাদ দাখিল মাদ্রাসা ৪র্থ শ্রেনির শিক্ষার্থী ছিল। দুপুরে বাড়ির সহপাঠীদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারে বইছে শোকের মাতম।