কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের মাদকের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গোবিন্দপুরে যুব সংঘ কর্তৃক আয়োজিত বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল হোন্ডা কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
( ২৬ এপ্রিল ২০২৪) শুক্রবার বিকেলে গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশ গ্রহণ করেন যদুপুর যুব উন্নয়ন সংঘ ফুটবল একাদশ বনাম জাফরগঞ্জ ফুটবল একাদশ ।
খেলাটি উপভোগ করতে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উক্ত খেলায় বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫( বুড়িচং – ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য আলহাজ্ব এম এ জাহের।বিশেষ আকর্ষন সিআইপির চেয়ারম্যান শাহাজাদা আহমেদ রনি।খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রাসেল।বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের অব: নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম বেগ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মো. মশিউর খাঁন,বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি.বাছির খান, মো. জহিরুল ইসলাম কানুনগো, মো. আবু হানিফ সার্ভেয়ার, গোবিন্দপুর যুব সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম বাবু,সমাজ সেবক হাজী আবুল কাশেম,মোঃ শাহ আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহম্মেদ,সমাজ সেবা কর্মকর্তা কবির আহমেদ।খেলায় সার্বিক তত্বাবধনে ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্টের আয়োজক বিল্লাল হোসেন।৬০ মিনিটের খেলায় ১-১ গোলে খেলা ড্র হলে খেলাগড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৪-৩ গোলে জয় লাভ করে যদুপুর ফুটবল একাদশ। খেলায় চ্যাম্পিয়ন যদুপুর ফুটবল একাদশের পক্ষে ট্রপি গ্রহণ করেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান,ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম,আর্কিটেক্ট মোহাম্মদ আমিনুল ইসলাম,মোহাম্মদ হাবিবুর রহমান,জাতীয় বিশ্বাবিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম। খেলার আয়োজক বিল্লাল হোসেন ঠিকাদার বলেন,যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে।
বর্তমানে গ্রামে গঞ্জে মাদকের ছড়াছড়ি। আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হোক। এতে দেশ ও সমাজ উপকৃত হবে।খেলাটি পরিচালনায় করতে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।ফাইনালে বিপুল দর্শকদের উপস্থিতি দেখে আমি খুব আনন্দিত।
