Spread the love

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় সারাদেশে একযোগে ফলাফল ঘোষণা করা হয়। কুমিল্লার বুড়িচং উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৯৫ শতাংশ। উপজেলার ৪০টি বিদ্যালয় থেকে মোট ২,৯৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২,০২৩ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৯৫৪ জন। এবারের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন শিক্ষার্থী। তবে উপজেলার কোনো বিদ্যালয়ই শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করতে পারেনি। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বুড়িচং উপজেলার ২৯টি মাদ্রাসা থেকে মোট ১,১৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯১১ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় বুড়িচং উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫৬ জন অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৩৮৯ জন। পাশের হার ৬৯ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ে মাদ্রাসা বোর্ডে পাশের হার তুলনামূলকভাবে বেশি হলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হার তুলনামূলকভাবে কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *