Spread the love

অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানানো হলো শিশু ময়নাকে, হত্যাকাণ্ডের বিচার দাবি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শত শত মানুষ অশ্রুসিক্ত নয়নে জানাজার মাধ্যমে চির বিদায় জানালো নির্মম হত্যাকাণ্ডের শিকার মাদরাসাছাত্রী ৯ বছরের শিশু ময়না আক্তারকে। তারা এ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানিয়েছেন। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। বাবা আব্দুর রাজ্জাক প্রবাস থেকে দেশে এলে সোমবার (৭ জুলাই) বাদ আছর উপজেলার শাহবাজপুর খেলার মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় ময়নাকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানাজা-পূর্ব বক্তব্যে নির্মম হত্যাকাণ্ডের শিকার ময়নার প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন। এছাড়া ময়না হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল প্রকার আইনি সহায়তা করতে জেলা বিএনপি ময়নার পরিবারের পাশে থাকবে বলে ঘোষণা দেন তিনি। ময়নার পরিবারের পক্ষ থেকে বক্তব্যে ময়নার চাচা সেলিম মিয়া ময়নার জানাজায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে ময়নার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। অন্যথায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ময়না হত্যার বিচার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো: আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রহমান ও মাওলানা মঈনুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন স্তরের হাজারো মানুষ উক্ত জানাজায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর হাবলী পাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে একই এলাকার বাহরান প্রবাসী আব্দুর রাজ্জাকের মাদরাসাপড়ুয়া ৯ বছরের মেয়ে ময়না আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার (৫ জুলাই) বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ময়না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে একই দিনগত রাত ১টায় সরাইল থানায় সাধারণ ডায়েরি করে নিহত ময়নার পরিবার। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে সর্বোচ্চ আইনি প্রচেষ্টা চলছে।’

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *