ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ইব্রাহিমপুর এলাকায় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে ইব্রাহিমপুর এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। ঢাকাগামী ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৭১ হাজার ৯০০ পিস ভারতীয় কাভেরী মেহেদী, ২২ হাজার ৬৫২ পিস ভারতীয় চকলেট, ৫৬৪ পিস ভারতীয় ফেসওয়াস ও ৬৩০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
ভারতীয় এসব পণ্যের মূল্য ৬৮ লাখ ২৩ হাজার ১৬০ টাকা।বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রমসহ গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
