Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থেকে অবসরপ্রাপ্ত ২৮ জন শিক্ষককে রাজকীয়ভাবে বিদায় ও গুরুজন সম্মাননা জানালেন প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার (৫ জুলাই) বাকশীমূল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে এই ব্যতিক্রমী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় দেওয়া হয়, যা এলাকায় নজিরবিহীন দৃশ্য হিসেবে ধরা দেয়। শিক্ষার্থীরা আগে-পিছে মোটরসাইকেল বহর নিয়ে শিক্ষকদের সংবর্ধনা প্রদর্শন করেন। ফুলের মালা ও পাপড়ি ছিটিয়ে শিক্ষকদের গাড়িতে তুলে দেন ছাত্রীরা। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী আল-আমিন, প্রভাষক ইমাম হোসেন, এডভোকেট জাকারিয়া ইউনুস ও প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের, আর স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট নাজমুল হুদা সোহাগ। অনুষ্ঠানে বক্তব্য দেন বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস স্বপন, দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং বাকশীমূল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরর্শেদা বেগম। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন প্রধান কবির হোসেন, ইমাম হোসেন ও আল-আমিন। গুরুজন শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন লায়লা নূর চৌধুরী ও দিলিপ চন্দ্র মজুমদার। অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকরা হলেন বাকশীমূল উচ্চ বিদ্যালয়,বাকশীমূল ইসালামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ও সকল প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদায় ও সংবর্ধিত শিক্ষকরা হলো নিখিল রঞ্জন বণিক(সহকারী প্রধান শিক্ষক), আব্দুল আজিজ(সহকারী শিক্ষক), মোঃ মফিজুল ইসলাম(সহকারী শিক্ষক), লায়লা নূর চৌধুরী(সহকারী শিক্ষক),মাওলানা মোঃ আব্দুল মতিন( সহকারী শিক্ষক),মোঃ আব্দুল মতিন(অফিস সহকারী),দিলীপ চন্দ্র মজুমদার (সিনিয়র শিক্ষক),মোঃ আব্দুল কাদের (দপ্তরী),মোঃ আব্দুল কাদের( নৈশপ্রহরী),মাওলানা তাজুল ইসলাম(ইবতেদায়ী সহকারী মৌলভী), মোঃ জেহাদ হোসেন(ইবতেদায়ী সহকারী শিক্ষক), মমতাজ উদ্দীন (সিনিয়র শিক্ষক), আবদুল হান্নান (সহকারী মৌলভী),আমিনুল এহছান(অফিস সহকারী),মোঃ আবুল খায়ের(সহকারী শিক্ষক), মোঃ হারুনুর রশিদ(দপ্তরী),মাও: মীর মোঃ সলিম উল্লাহ সেলিম(অধ্যক্ষ)মোঃ আবদুল মান্নান(সহকারী মৌলভী), এ.কে.এম আঃ জব্বার (সহকারী শিক্ষক),আবুল হাসেম (প্রধান শিক্ষক),গোলাম আক্তার হোসেন(সহকারী শিক্ষক) মোঃ ফরিদ উদ্দিন (সহকারী শিক্ষক) মোঃ আবু তাহের (সহকারী শিক্ষক)। অনুষ্ঠানে উপস্থিত হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়ের এই বিরল দৃশ্য উপভোগ করেন। ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণমূলক বক্তব্য, আলোচনাসভা, শিক্ষকদের সম্মাননা প্রদান এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী। বিদায়ী শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে তাদের দীর্ঘ শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *