রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কামরুল আহসান সাধন (৪৫) গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।নিহতের ভাগ্নে জিহাদ জানান, “বাড্ডায় ওনাকে এলোপাতাড়ি গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় আমরা তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসি। সেখানকার চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।” তিনি আরও বলেন, “আমরা এখন ঘটনাস্থলে আছি। বাড্ডা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো তা জানতে পারিনি।” ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি সত্য। নিহত ব্যক্তি গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক সাধন। আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”
