দেশের অন্যতম ডাকাত চক্রের প্রধান খাজা ওরফে মহিউদ্দিন হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এরই মধ্যে গ্রেপ্তার হওয়া ডাকাত দলের শীর্ষ সর্দার খাজাকে দুই দিনের রিমান্ডে নিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। যার বিরুদ্ধে চাঁদপুরসহ দেশের ১১ জেলায় ১৪টি মামলার এজাহারনামীয় আসামি খাজা। যে এই পর্যন্ত দুই শতাধিক ডাকাতির নেতৃত্ব দিয়েছে খাজা ওরফে মহিউদ্দিন। সম্প্রতি তাকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। আটক অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ফারুক। পুলিশ জানায়, আটকের সময় ডাকাত সর্দার খাজা প্রকাশ মহিউদ্দিনের কাছ থেকে দেশীয় তৈরি ধারাল অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ‘আসামি খাজার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি, অস্ত্র ও চুরির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরো তথ্য সংগ্রহ ও সহযোগীদের শনাক্ত করতে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়েছে। এদিকে, আলোচিত ডাকাত খাজা গ্রেপ্তার হওয়ার পর থেকে এলাকায় গরু চুরি ও সশস্ত্র ডাকাতির ঘটনা কমে গেছে। ধারণা করা হচ্ছে, এই খাজা ডাকাত ও তার সহযোগীরা ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দলের মূল পরিকল্পনাকারী। অন্যদিকে, পুলিশের রিমান্ড শেষে ডাকাত খাজাকে আদালতে সোপর্দ করা হবে এবং প্রয়োজনে আবারো রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।