সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৩২ লাখ ২৩ হাজার টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, (১৬ মে ২০২৫) শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন চকবস্তা এলাকা থেকে মাদকবিরোধী অভিযান চালিয়ে অভিনব পন্থায় পাচারের সময় ৬০ কেজি গাঁজা ও একটি বাংলাদেশি সিএনজি আটক করা হয়। জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ১০ হাজার টাকা। একই দিনে, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির অভিযানে ২৫ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৮১,২০০ পিস ভারতীয় বাজি, বাসমতি চাল, চিনি, জিরা, পন্ডস পাউডার, বিদেশি বিয়ার ও হুইস্কি, গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও অবৈধ পণ্যসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আখাউড়া ও কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি জানান, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বদা চালু রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
