সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৭,৩৯,৮১০ টাকা মূল্যের মালিকবিহীন মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বুড়িচং,বড়জ্বলা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় (৯ মে ২০২৫) শুক্রবারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্য ইস্কাফ, গাঁজা ও হুইস্কি। এছাড়াও অন্যান্য পণ্যের মধ্যে কসমেটিক্স, বাজি এবং বাসমতি চাউল উল্লেখযোগ্য। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, “বিজিবি সর্বদা সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ আন্তরিকতা ও সতর্কতা অবলম্বন করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।