মাওলানা রইস হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। সোমবার (৫ মে) সকালে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ও কোটবাড়ি বিশ্বরোড অংশে অবরোধ তৈরি করে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনী কেন বাইরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।অপরদিকে অবরোধের ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোটবাড়ি ও পদুয়ার বাজার অংশে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে মহাসড়কে ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে সংগঠনটি। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অবরোধের ফলে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধকারীদের মহাসড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সকল অপ্রীতিকর ঘটনা সামলাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। অবরোধ ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের প্রস্তুতি আছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *